স্বাধীন স্কুল (Shadhin School) বাংলাদেশের অন্যতম একটি অনলাইন ভিত্তিক Extra Curriculum এবং Skill লার্নিং প্লাটফর্ম যেখান থেকে যে কেউ যে নো সময় যেকোনো কিছু নিয়ে জানতে এবং শিখতে পারবে সম্পূর্ণ ফ্রীতে। এই ওয়েবসাইটের পাশাপাশি আমরা আমাদের ইউটিউব চ্যানেল এর মাধ্যমেও নিয়মিত Creative Content প্রকাশ করে থাকি। আমাদের অফার করা সমস্ত কন্টেন্ট স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য এবং প্রতিষ্ঠিতরাই প্রোভাইড করে থাকেন। আমাদের লক্ষ্য এইসব কন্টেন্ট সম্পূর্ণ বিনামুল্যে দেশের আনাচে-কানাছে সবার কাছে পৌঁছে দেওয়া। শেখার কোনো সীমানা বা গণ্ডি যেমন নেই, তেমনি নেই কোনো বয়স বা নির্দিষ্ট সময়। শুধু দরকার একটু ইচ্ছাশক্তি। আপনার পুঁজি ইচ্ছাশক্তি, আমাদের টীমের পুঁজি দক্ষতা আর ডেডিকেশন। উভয়ই মিলে আমরা সংকল্পবদ্ধ একটি নতুন আগামির বাংলাদেশ গড়তে।